পবিত্র মাহে রমজান উপলক্ষে চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩এপ্রিল) চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র এম মোরশেদ, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কয়সার আহমেদ দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মহাজন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআবু সিদ্দিক, ইয়াছিন আরাফাত, এম আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজির পিতা হাবিবুর রহমান ফরাজি ও নয়াদিগন্ত প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামান এর পিতা মাওলানা মুজিবুর রহমান এর রোগ মুক্তি কামনা এবং সাংবাদিক নোমান শাওকী’র পিতা মাওলানা মো.হাফেজ আহাম্মদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর পরিচালনায় দোয়া মোনাজাত করেন খাসমোহল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম।