পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২এপ্রিল) চরফ্যাশন উপজেলার শিবারহাট চৌমোহনী সংলগ্ন আবুবকরপুর ফাজিল মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো.জোবায়ের হোসাইন এর আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার,আল এমরান প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ,সাধারণ সম্পাদক এনামুল আহসান আশিব,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম হাওলাদার, প্রভাষক মো.নুর হোসেন,সহিদুল ইসলাম শামিম এবং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এটিএম জামাল উদ্দিনসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।