আজ ১০ মিনিটের বৃষ্টির পর জুরাইনের কয়েকটা রাস্তার অবস্থা।
কাজী আনিস: ডিএনডি এলাকা, ৫৩ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর জুরাইন এলাকা,যা পুর্ব ও দক্ষিন জুরাইন নিয়ে গঠিত। এই এলাকায় অবস্থিত তিতাস খাল। যা ময়লা পরিপূর্ণ, ফলে বৃষ্টি হলে এলাকার পানি খালে নেমে যাওয়ার পরিবর্তে, খালের পানি জমে উঠে,আর পানি জমতে জমতে সেই পানি গিয়ে উঠে এলাকার বেশিরভাগ ঘরের উঠোন ও ঘরে।
খালের তীরবর্তী দনিয়া ইউনিয়নের পাটোয়ারীবাগ, কুসুমবাগ, নোয়াখালীপট্টি, খালপাড়, বউবাজার সহ পুরো জুরাইন এলাকা জুরে ড্রেনেজ ব্যবস্থা প্রায় অকেজো। এসব এলাকার নর্দমাগুলো থেকে ঠিকভাবে পানি নামতে পারে না, বৃষ্টি হলে বাড়িতে পানি উঠে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ এলাকায় যেকোনো নির্বাচনে জনপ্রতিনিধিরা জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।