ভট্টপ্রতাপ হিলফুল ফুজুল যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধি:
হাতে রেখে হাত মোরা নিয়েছি শপথ, পিছপা হবোনা কভু আসুক যতো বিপদ। এই স্লোগান কে সামনে রেখে, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ভট্টপ্রতাপ হিলফুল ফুজুল যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ রমজান) ভট্টপ্রতাপ হাফেজিয়া মাদ্রাসার মাঠে প্রথম বারের মতো এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যুব সংঘের দেশ- বিদেশের সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ এলাকাবাসীর সার্বিক সহায়তায় প্রায় ৪ শতাধিক মুসল্লী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় এক আবেগ ঘন মোনাজাতে যুবকদের জন্য দোয়া করেন ভট্টপ্রতাপ হাফেজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা নুরুল ইসলাম।