পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চরফ্যাশন উপজেলার দুলারহাটে অবস্থিত নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র শিক্ষার্থীদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন। উপহার বিতরণের সময় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।