লক্ষ্মীপুর পৌর ইজিবাইক অটো মিশুক শ্রমিক লীগের উদ্যোগে ইফতার মাহফিল।
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌর ইজিবাইক অটো মিশুক শ্রমিক লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর শহরের বাঞ্চানগর এলাকায় এ ইফতার মাহফিলে পৌরসভার ইজিবাইক অটো মিশুক শ্রমিকরা উপস্থিত ছিলেন।
ইজিবাইক অটো মিশুক সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি মো. মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সাদ্দামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা শ্রমিক লীগ নেতা ইউসুফ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ক্বারী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, আল আমিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। সমাজজীবনে সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়।
আরো বলেন, লক্ষ্মীপুর পৌর শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন স্পর্টে পৌর সভার স্বেচ্ছাসেবীরা কাজ করছে। তাছাড়া কিছুদিনের মধ্যে সকল অটো ও ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনা হবে। আর এসব কাজে যারা নিয়োজিত রয়েছেন আপনারা তাদেরকে সর্বাত্বক সহযোগিতা করবেন। একটি সুশৃঙ্খল পৌরসভা গঠনে আপনারা অবদান রাখবেন।