নির্মাতা জাফর ইকবালের নাটকে জুটি বাধল রুহান-প্রণমী
এ সময়ে জনপ্রিয় নাট্যনির্মাতা জাফর ইকবাল এর নাটকে জুটি বাঁধলেন রুহান-প্রণমী। পরিক্ষার হল শিরোনামে নাটকটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন রুহান এবং প্রণমী। পরিক্ষার হলের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয়েছে গল্প। নির্মাতা জাফর ইকবালের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে এছাড়াও অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিমু রোজা খন্দকার, ইমরান হাসো সহ অনেকেই। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন, নান্দনিক চিত্রগ্রাহক এলাহী হোসেন সোহাগ। অভিনেতা রুহান এবং অভিনেত্রী প্রণমী পূর্বে একাধিক টিভি নাটক,সিরিয়ালসহ বিভিন্ন মাধ্যমে অভিনয় দক্ষতা দেখিয়েছেন। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং করা হয়েছে নরসিংদী তে। খুব শিঘ্রই আসছে নাটকটি।