বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর মডেল থানা ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে ওয়াসিম নামের এক কিশোর।
শনিবার ১৬ এপ্রিল বিকাল ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটেছে। পরে মাইকে ঘোষণা দিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে।
এরপর সেখানে নিজের গায়ে ব্লেড দিয়ে আঘাত করে। পরে সে তিনতলার ওই সিঁড়িতে উঠে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে ম্যাগাফোনে ( মাইকে) নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়।
তিনি জানান, ওই কিশোরকে বাঁচাতে ভবনের নিচে পুলিশ কম্বল এবং অন্যান্য জিনিসপত্র নেয়; যাতে সে লাফ দিলেও প্রাণহানি না ঘটে। তবে শেষ পর্যন্ত পুলিশ ওই কিশোরকে বোঝাতে সক্ষম হলে সে নিচে নামতে রাজি হয়।প্রায় ২০ মিনিট চেষ্টার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই কিশোরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াসিম নামের ওই কিশোর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বলেও জানান ওসি।