ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিলার ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু!
মোবারক হোসেন জীবন/আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়ীয়া আখাউড়া উওর ইউনিয়ন আমোদাবাদে পুরাতন একটি মার্কেট ভাঙার সময় পিলার ধসে পড়ে আকাশ চন্দ্র দাস(২৫) নামের এক নির্মাণ শ্রমিকের অকাল মৃত্যু হয়ছে। নিহত আকাশ ওই এলাকার দাসপাড়ার হরিলাল চন্দ্র দাসের ছেলে।
তিনি আমোদাবাদ জুয়েলের নির্মাণাধীন মার্কেটে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
জানা যায় মার্কেটের একটি ভবন ভাঙার কাজ করছিলেন আকাশসহ অন্যান্য শ্রমিকরা। এ সময়
হঠাৎ ভবনের পিলারটি ধসে পড়ে চাপা পড়ে আকাশ ঘটনাস্থলেই মারা যায়।
নির্মাণ কাজে অসচেতনার জন্য অনেক তাজা প্রাণ অকালে ঝড়ে পরছে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।