আগমন
শেখ নাসির উদ্দিন
যদি কখনো বলি ভালবাসি
তাহলে হাতে পাবে সাদা শুভ্র কাঠগোলাপ
তোমার সাথে প্রজাপতি উড়ে যাওয়া
এক বিকেলে ধানমন্ডির লেকে বসে জুড়ব আলাপ।
যদি তোমার কাছে চোখ বন্ধ একটা মূহুর্ত চাই বৈশাখে রমনায় ছায়ানটের গানে পাশাপাশি পাই
তোমার কাঠগোলাপী ঐ দু’হাত আমায় দিও
লাল, সবুজ রেশমি চুড়িতে হাত ভরিয়ে দিব
তখন কানের কাছে ঝন ঝানি শব্দ নিও
যদি তোমার ভ্যাবলা চোখে আমার দিকে তাকাও
তোমার প্রিয় শাড়ীর কুচি দিতে হিমশিম খাও
তবে তোমার খোপায় গুজে দিব গোলাপ
শাড়ীর কুচি টাও দিতে পারি ধরে
আমার গিফটাও দিও কিন্তু মনে করে
শ্যাম্পু করা তোমার চুলের সুবাশ নিতে যদি দাও
শিল্পকলার পুতুল নাচ দেখতে নিয়ে যাব
যদি হুড তোলা রিকশায় আমার সাথে যাও
এই নববর্ষে ঘুচুক আছে যত আধাঁর কালো
জীবনের শেষ নববর্ষেও বলতে চাই বাসি তোমায় অনেক ভালো