ময়মনসিংহে রওশন এরশাদের সুস্থতা কামনায় কৃষক পার্টির মিলাদ,দোয়া ইফতার বিতরণ।
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন/উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৫ই এপ্রিল (শুক্রবার) বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নিজ এলাকা সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পাটির আয়োজনে উক্ত মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় কৃষক পার্টির সহ সাধারণ সম্পাদক হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত-জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী সাজ্জাদ হোসেন আক্কাস তালুকদার, জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন,ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রমজান আলী,জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রুবেল আলী এসডি রুবেল,সাধারণ সম্পাদক মোঃ নাদিম,সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ ,সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম শফি,সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া,সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন সিরাজ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনু রশীদ , প্রচার সম্পাদক মোঃ চাঁন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম জাকির, ভাবখালী ইউনিয়ন শাখান সভাপতি সাইদুল ইসলাম, কৃষক পার্টি নেতা হাবিবুর রহমান হাবিসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইফতারের পুর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায়,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহের মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতায় কামনাসহ দেশের মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভাবখালী পুরাতন বাজার জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোবারক হোসেন।