সরাইলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আব্দুল আওয়াল খান/সরাইল প্রতিনিধি:
বাংলা পুরাতন বছরকে বিদার আর নতুন বছরকে বরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৈশাখের সুচনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে কেন্দ্রীয় শহীদমিনার সড়ক প্রদক্ষিন করে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এ সময় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার ফারহান নাসরিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়া,
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মাষ্টার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান,
ত্রিতাল সঙ্গিতের অধক্ষ্য সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, উপজেলা মুক্তিযুোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন আনব আলী,সাংবাদিক মোঃ রিমন খানসহ উপজেলার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।