আখাউড়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী গৃহবধূর মৃত্যু।
মোবারক হোসেন জীবন/আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি):
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত্যু প্রতিবন্ধী গৃহবধূর নাম তানিয়া আক্তার (৩৫)
জানা যায় বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌরশহরের দেবগ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানিয়া দেবগ্রামের লিয়াকত মিয়ার স্ত্রী,তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের লোকজন দাবি করেছে। তানিয়ার ভাই বলেছেন, ‘আমার বোন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বামীর বাড়ির সামনের পুকুরে ডুবে মারা গেছেন।’
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র রায় জানান, ওই নারী পানিতে ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, মৃত্যু গৃহবধূর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর
হাসপাতাল মর্গে পাঠিয়েছে আখাউড়া থানা পুলিশ।
ময়নাতদন্ত শেষে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।