বিনোদন প্রতিবেদক: মামুন খানের “শেষ দৃশ্য” চলচিত্রের শেষের লটের শুটিং জুলাই থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। চলচ্চিত্রটির বাংলাদেশের অংশের শুটিং ইতি মধ্যেই শেষ হয়েছে । এর মধ্যে এই চলচ্চিত্রটির ২ টি গান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্রটিতে মোট ৪টি গান রয়েছে তাতে কণ্ঠ দিয়েছে কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী,কনা, কিশোর শাহীন ও ন্যান্সি।এই চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিচালক মামুন খান নিজেই। মামুন খান ইতি পূর্বে আই লাভ ইউ প্রিয়া, শিরোনামে একটি সিনেমা নির্মাণ করে ছিলেন যেটি ২০১৫ সালে মুক্তি পেয়ে ছিলো এবং ভালো জনপ্রিয়তাও পেয়েছিলো।