শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মুদির দোকানি নিহত হয়েছেন। সোমবার (১১এপ্রিল) ভোর রাতে ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিজ মুদির দোকানে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, ভোর রাতে তার দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরের তিন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হালিম জানান, রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সিআইডি ক্রাইম সিন পরিদর্শক মিতশ্রি বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়না তদেন্তর জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।