জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিংকু’র উদ্যোগে ইফতার বিতরণ।
মুনিম শাহরিয়ার কাব্য:
বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় এর নির্দেশে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিংকু’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।এসময় উপস্থিত থেকে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এম পি।আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরক হোসেন,পৌর আওয়ামীলীগের কার্যকরী সদস্য কামরুজ্জামান রকি, পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাসিরউদ্দিন শুভ,পাবনা জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব আহমেদ সনেট,রায়হান হোসেন পিয়াস, নূর মোহাম্মদ নয়ন, শোভন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। উক্ত আয়োজনের উদ্যোক্তা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিংকু বলেন, যেখানেই মানবতার প্রশ্ন সেখানেই ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে তাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি জয় ভাইয়ের নির্দেশে আমরা পাবনাতে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করছি ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রম চলমান রাখবো।