সারিবদ্ধভাবে সাজানো ইফতার নিয়ে নিচ্ছেন রোজাদাররা
স্বপ্নছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে এভাবেই সারিবদ্ধ ভাবে ইফতার সাজিয়ে রাখা হয় কাপাসিয়ার তাজউদ্দীন আহমদ চত্বরে যেখান থেকে রোজাদার পথচারী ও অসহায়রা নিজেদের ইফতার নিয়ে নেই।
সামাজিক এই সংগঠনটি রমজান মাসব্যাপী তাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যহত রাখবে।তাদের মাসব্যাপী এই ইফতার বিতরণ প্রজেক্টের নাম দেয়া হয়েছে “আমার ইফতার-২০২২”
যেখান থেকে প্রতিদিন ৫০-৮০ জন মানুষ তাদের ইফতারি সংগ্রহ করে থাকে।
স্বপ্নছায়া ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নের মাধ্যমে তাদের এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে।
ফাউন্ডেশনের সভাপতি জানান, পথচারী ও অসহায় মানুষেরা যাতে বিনা সংকোচে নিজেদের ইফতার নিতে পারে তাই তারা সারিবদ্ধ ভাবে ইফতার সাজিয়ে রাখেন এবং সেখান থেকে তাদের পছন্দ মত ইফতার নিয়ে নেয়।তাদের কার্যক্রমে তিনি সমাজের অন্যান্য মানুষদেরকে সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আহবান জানান।
স্বপ্নছায়া ফাউন্ডেশন এসক সমাজিক কাজ করার পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।একঝাঁক তরুণদের দ্বারা উক্ত সংগঠন তার সার্বিক কাজ চালিয়ে যাচ্ছে।