চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল।
আরাফাত হোসাইন মিলাদ/চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের নবাগত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
প্রেসক্লাবের নবাগত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ,সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার মিলন মাহমুদ ,স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা ডা: বদরুর নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ,শিক্ষামন্ত্রীর পি আরও আবুআলী সাজ্জাদ হোসেন , জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন ,এডভোকেট ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও গোলাম কিবরিয়া জীবন সহ জেলা- উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।