সরাইলে ১০৫ পিচ ইয়াবাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আব্দুল আওয়াল খান/সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় ঠাকুর (৩৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরাইল থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে ভোর ০৫.৪৫ ঘটিকার সময় উপজেলা সদর ইউনিয়ন বড় দেওয়ানপাড়া এলাকা থেকে ধৃত আসামী হৃদয় ঠাকুরের বসত ঘরের সামনের উঠান হইতে হৃদয় ঠাকুরকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় ঠাকুর (৩৬) উপজেলা সদর ইউনিয়ন বড় দেওয়ানপাড়া সেলিম ঠাকুর ছেলে।
জানা গেছে,সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন এর দিকনির্দেশনা এসআই(নিরস্ত্র)/মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ভোর রাতে ০৫.৪৫ ঘটিকার সময় সরাইল থানাধীন বড় দেওয়ানপাড়া সাকিনস্থ ধৃত আসামী হৃদয় ঠাকুরের বসত ঘরের সামনের উঠান হইতে হৃদয় ঠাকুরকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ধৃত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে । বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।