সরাইলে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ০৩ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।
আব্দুল আওয়াল খান/সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ০৩ ডাকাতকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা, একটি বড় ছোরা, দুটি চাইনিজ কূড়াল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ০২.৫০ ঘটিকায় সময় উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে রাস্তার ঢালে লাউয়ারখাল সংলগ্ন হইতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ০৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ সোহেল মিয়া (২৬) সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ কলেজপাড়া আবু ছায়েদ মিয়ার ছেলে ও মোঃ জীবন মিয়া (৩০) একই ইউনিয়নের কালিকচ্ছ ধরন্তী গ্রামের আব্দুল মোতালেব ছেলে এবং মোঃ খোকন মিয়া (২৮) উপজেলার নোয়াগাও ইউনিয়ন
ইসলামাবাদ গোগদ গ্রামের মৃত হেবদু মিয়া ছেলে।
জানা গেছে, সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শেহাবুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান,এসআই(নিঃ) তারিকুল ইসলাম, এএসআই(নিঃ) রুবেল আখন, এএসআই (নিঃ) দিপক চন্দ্র দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত ০২.৫০ ঘটিকায় সময় উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ নামকস্থানে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে রাস্তার ঢালে লাউয়ারখাল সংলগ্ন হইতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ০৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।