শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার শহরে হামীম-মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
প্রথম রমজান থেকে শুরু হয় এ কার্যক্রম।
অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানির যাত্রা শুরু করে ২০১৯ সালে ২৫ এপ্রিল ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অনাথ, গরীব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং করোনা কালিন দরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়ান।
চিকিৎসাক্ষম রোগীদর সহযোগিতাসহ সমাজের অবহেলিত মেয়েদের বিবাহ, মসজিদ ও মাদরাসায় অনুদান ছাড়াও রোজার সময় এক মাসব্যাপী ছিন্নমুল মানুষের দ্বারে দ্বারে ইফতার বিতরন
করে আসছে।
কক্সবাজার হামীম-মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান,
মাদকাসক্তি নিরাময়, দারিদ্র্য বিমোচন, প্রতিবন্দ্ধি, এতিম, মহিলা ও শিশুদের উন্নয়নে কর্মসূচী গ্রহন করেছে।
সমাজের সুবিধা বঞ্চিতদের চিকিৎসা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোসহ জাতীয় স্বার্থে যে কোন দুর্ভিক্ষের সময় সহযোগিতার হাত বাড়ানোর কথা জানান তিনি ।