শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানেই মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছেন কক্সবাজারের টেকনাফ হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।বৃহস্পতিবার (৭ এপ্রিল ) সকালে কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন আয়োজিত মাদক বিরোধী অংশগ্রহণমূলক আলোচনা সভায় তারা এ শপথ নেন।
মাদকের আগ্রাসন থেকে পরিবার এবং সমাজকে মুক্ত রাখার ক্ষেত্রে যুবসমাজ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সে বিষয়ের উপর দিকনির্দেশনামূলক আলোকপাত করেন এবং মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান ডিএনসি পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।
কলেজের অধ্যক্ষ ydiigchoc এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদক থেকে নিজেদের মুক্ত রাখার পাশাপাশি ৩ শতাধিক ছাত্র-ছাত্রী তাদের পরিবার ও সমাজকে মাদক থেকে মুক্ত রাখার শপথ গ্রহণ করে।
অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে মাদক গ্রহণের ফলে সৃষ্ট রোগবালাই এর চিত্র সম্বলিত শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স বিতরণ করা হয়।