সংবাদ প্রকাশের জের, ফেসবুকে সাংবাদিকের নামে কুরুচিপূর্ণ মন্তব্য।
এস কে সুমন মাহমুদ/মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক বর্তমান দিনকাল ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বঙ্গ নিউজ টুয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানের নামে ফেসবুকে মনগড়া মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য রটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি পর পর দুইটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের সংবাদ ও ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় কিছু মাদক ব্যবসায়ী ফেক আইডি ব্যবহার করে হাবিবুর রহমানের নামে মানহানিকর বক্তব্য ছরিয়ে দিচ্ছেন। হাবিবুর রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার উদেশ্যে ফেসবুকে মাদক বিরোধী একটা পোস্ট করায় নীল পরী নামে একটি ফেক আইডি থেকে মনগড়া ভাবে ভিত্তিহীন মন্তব্য উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে হাবিবুর রহমান জানিয়েছেন, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। একজন গণমাধ্যমকর্মী যদি কোনো সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে হেনস্থা, হামলা-মামলা ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয় তাহলে কিভাবে কাজ করবে! এ ঘটনায় নীল পরী আইডির বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির দাবী জানান তিনি।