বন্ধ হচ্ছে রিজেন্ট এয়ার!
অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে প্রাইভেট সেক্টরের অন্যতম প্রধান এয়ারলাইন্স রিজেন্ট। চট্টগ্রামের নামী ব্যবসায়ী প্রতিষ্ঠান হাবিব গ্রুপে’র মালিকানাধীন রিজেন্ট মহামারী শুরু হওয়ার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। আগামী জুন মাসের মধ্যে ফ্লাইট পরিচালনা শুরু করতে না পারলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেওয়া ‘এওসি’ বাতিল হয়ে যাবে।
রিজেন্ট এয়ারওয়েজের বিপুল অংকের দেনা রয়েছে। এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পাওনা পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।
রিজেন্ট এয়ারওয়েজের কাছে এখন আর কোনো প্লেন নাই। স্টাফরাও সব অন্য এয়ারলাইন্সে চলে গেছেন। তাদের বেতন-ভাতা খাতেও বিপুল অর্থ পাওনা।
সিভিল এভিয়েশনের দেওয়া ‘এওসি’ নবায়নের জন্য যেটা সবচাইতে আগে প্রয়োজন তা হচ্ছে এয়ারক্রাফট।
কোভিডের আগে থেকে রিজেন্টের সার্ভিসের অবনতি হতে শুরু করে। এ সময় তাদের বহরে ছিল একটি বোয়িং ৭৩৭ ও একটি ড্যাশ-৮-৪০০। এই দু’টি এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট দিয়ে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে রিজেন্টের অবস্থা হয় লেজে গোবরে। বার্তা