শেষ হলো লাক্স প্রি রমজান এক্সিবিশন আয়োজন
পর্দা নামলো গুলশানের ডোরিন হোটেলে আয়োজিত লাক্স ফেস্টিভ সিজন প্রদর্শনীর। “এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন” প্রেজেন্টস দুই দিনের এই আয়োজনের শিরোনাম ছিলো… “লাক্স প্রি-রমজান শপিং সৈরি-২০২২” পাওয়ার্ড বাই “সেলেস্টিয়া ইন্টারন্যাশনাল”।
আয়োজনে ছিলো বৈশাখ, রমজান এবং ঈদ উপলক্ষে পোশাকের মেলা। প্রতিদিন সাত’শ থেকে এক হাজার দর্শনার্থীর প্রবেশের ব্যবস্থা করে আয়োজকরা। প্রদর্শনীটিতে আগত অতিথিদের জন্য আয়োজনের প্রতি পর্বে ছিলো চমক। উৎসবের প্রথমদিন শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাইয়ারা মহসিন।
প্রদর্শনীর আয়োজক পারসা ফাতেমা ইসমাইল, মোস্তফা নবী এবং সহযোগী আয়োজক হিসেবে আছেন “পিউরিটি দ্য হিজাব স্টোর”র নুসরাত চৌধুরী এবং “সিম্পলি সাবিরা”র সাবিরা ইকবাল। আয়োজনে ত্রিশটি লাইফস্টাইল এবং ফ্যাশন স্টোর তাদের পণ্য নিয়ে এসেছিলো।