রোটারি ক্লাব অব গাজীপুরের ৩২তম চার্টার ডে- ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব গাজীপুরের ৩২তম চার্টার ডে ও ক্লাব এসেম্বলি ১ এপ্রিল (শুক্রবার) গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীর পাশে সরকার পাড়ায় আদরী কুঞ্জ রিসোর্ট ও পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ চার্টার ডে-ক্লাব এসেম্বলিতে চার শতাধিক রোটারিয়ান, রোটারিয়ান ফ্যামিলির সদস্য ও অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুক পিএইচএফ বি এমডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর এম.খায়রুল আলম পিএইচএফ বি এমডি, ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব পিএইচএফ বি এমডি , ডিস্ট্রিক্ট গভর্নর আশরাফুজ্জামান নান্নু পিএইচএফ বি এমডি, ডিস্ট্রিক্ট গভর্নর ইব্রাহিম খলিল আল জায়েদ (পিনাক) পিএইচএফ বি এমডি। প্রোগ্রাম চেয়ার ছিলেন বীর মুক্তিযোদ্ধা পিপি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রোগ্রাম কো-চেয়ার ছিলেন পিপি মোস্তফা বারী রাজু।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানত হোসেন খান, প্রফেসর এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক,গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাসসের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু ইকবাল হোসেন, কবি আফিয়া রুবি, সাংবাদিক নেতা নূরুল আমিন সিকদারসহ বিশিষ্টজনেরা রোটারি ক্লাব অব গাজীপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোটারী ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট খালেদ মাহবুব মোর্শেদ (কাজল), প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার সোহেল রানা, সেক্রেটারি খোরশেদ আলম রুবেল, ট্রেজারার আশরাফুল আলম দোলন,অধ্যক্ষ শরিফুল ইসলাম, রোটারিয়ান জাকির হোসেনের নেতৃত্বে এবং অর্গানাইজিং কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আগামী বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন, বাজেট ঘোষনা, বোর্ড মেম্বারদের নাম ঘোষণা, জনকল্যাণমূলক ও সমাজ কল্যাণমূলক প্রজেক্ট বিষয়ে আলোচনা, রোটারিয়ানদের সন্তানদের মধ্যে খেলাধুলা, সুইমিংপুলে অবগাহন, রেফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রোটারিয়ান নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আর্তমানবতার সেবা ও সমাজ কল্যাণমূলক কাজ এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন