প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৩১ মার্চ ২০২২ তারিখ আমার ছবি ছাপিয়ে একটি সকালের সংবাদ (sokalersongbad.com) অনলাইন পত্রিকায় ‘তিনি অর্থমন্ত্রণালয়ের কর্তা করেন সুদ কারবার আছে বিভিন্ন ব্যবসায় অংশীদারিত্ব!’ শিরোনানে ভিত্তিহীন ভুয়া একটি খবর ছাপানো হয়। আমাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় ও হয়রানি করতে এ সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
সংবাদ প্রকাশের পর পত্রিকা অফিসের ঠিকানা অনুসন্ধান করে কোন সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এমনকি অনলাইনে প্রদর্শিত মোবাইল নাম্বারে ফোন করেও পাওয়া যায়নি। ওই নাম্বার কখনোই রিসিভ করা হচ্ছে না। খবরটি পড়েই বোঝা যাচ্ছে, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। ফেসবুক থেকে আমার ছবি সংগ্রহ করে এরকম নিউজ ছাপানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, আমি একাধিক সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ১৪ বছর ধরে সুনামের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চাকরি করে আসছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমার দায়িত্ব পালন করে এসেছি এবং কোনোরূপ আইন ভঙ্গ করে বেতনের টাকা বা লোনের টাকা অবৈধ পথে ব্যবহার করিনি বা বিনিয়োগ করিনি। পত্রিকার সম্পাদক হাফিজুর রহমান শফিক এবং সাংবাদিক কালিম হোসাইন সম্পর্কে অনলাইনে খুঁজতে গিয়ে দেখতে পেলাম তারা একাধিক মামলার আসামি এবং মিথ্যে রিপোর্ট ছাপানোর কারণে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে আমি সরকারি কর্তৃপক্ষের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এভাবে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নিউজ ছাপানো না হয়।
এ বিষয়ে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল অভিযোগ দাখিল করা হয়েছে।