গাজীপুরে সেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা চেষ্টা, নাহিদ মোড়লে বিরুদ্ধে থানায় অভিযোগ।
টংগী,গাজীপুরঃ
গাজীপুর সদর থানাধীন রাজবাড়ীর মাঠ প্রাঙ্গনে নাহিদ মোড়ল ও শাওনের নেতৃত্বে টংগী পূর্ব থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আব্দুল আহাদ মিয়াকে হত্যা চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত।
১ তারিখ রাত ১১ঃ৪৫ মিনিটে গাজীপুর রাজবাড়ী মাঠে উক্ত ঘটনা ঘটে।
এ ব্যাপারে গাজীপুর সদর থানায় নাহিদ মোড়ল,শাওন সহ কয়েক জনের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আহাদ মিয়া জানান গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠান উপলক্ষে রাজবাড়ী মাঠে যাই, অনুষ্ঠান শেষের দিকে নাহিদ মোড়ল ও শাওনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং আমার পকেটে থাকা আমার ব্যবসায়ীক ৪৯৫৫০ টাকা এবং আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।