৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
রোমান শিকদার/শিবচর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ৩ কেজি গাঁজাসহ সোহেল মল্লিক(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে শিবচর উপজেলার শহর আলী মাতুব্বর কান্দি গ্রামের ইউসুফ হোসেনের বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
আটককৃত সোহেল মল্লিক ওই এলাকার মোঃ আজিত মল্লিকের ছেলে।
র্যাব জানান,শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় সোহেল মল্লিককে নেতৃত্ব গাঁজা ক্রয় বিক্রয় চলছে।এসময় র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় শিবচর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।