শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ আলী ( ৪৮) নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি। জেলা সদর হাসপাতালে আনার পর সকাল ১০টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তার মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালে ‘মৃত আনা’
হয়েছে বলে উল্লেখ রয়েছে।
কক্সবাজার জেল সুপার মোহাম্মদ নেছার আলম জানান, মোহাম্মদ আলী (হাজতি নং ৭৯৮০/২১)
কারাভ্যন্তরে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে কারা হাসপালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসারত অবস্থাই সহকারী সার্জনের পরামর্শে দ্রুত জেলা সদর হাসপাতালে আনার পথে সকাল ১০ টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
মৃত হাজতী মোহাম্মদ আলী (হাজতি নং ৭৯৮০/২১)
চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।
তার বিরুদ্ধে (চকরিয়া থানার মামলা নং-১৪, জিআর-৪৮৭/২১, তারিখ- ৯/১২/২০২১) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামী হিসেবে গত ৯ ডিসেম্বর কক্সবাজার কারাগারে আসেন তিনি।
কক্সবাজার জেলা কারাগারের
ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, সকল আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বিকাল ৫ টার সময় মৃত হাজতী মোহাম্মদ আলীর লাশ জেলা সদর হাসপাতাল মর্গ থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।