তাহিরপুরে যুবদলের কর্মী সভা।
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বালিজুরী বাজারে বালিজুরি ইউনিয়ন শাখার উদ্যোগে তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েমের সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
যুবদলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেল পরিষদের সাবেক চেয়ারম্যান,সুনামগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহঃ সাধারন সম্পাদক আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি রাখাব উদ্দিন,বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,বিএনপি নেতা আবুল কালাম,বিএনপি নেতা ফারুক মিয়া,উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবুল হুদা,যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তবারক মিয়া, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান আখঞ্জি,যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন,উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, যুগ্ম আহ্বায়ক ডাঃ হাবিবুর রহমান, যুবদল নেতা আল আমিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি আনিসুল হক বলেন,দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমুল্য থেকে শুরু করে সকল কিছু জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, মানুষের বাক স্বাধীনতা হরন করছে বর্তমান সরকার। সময় এসেছে ঘর থেকে বেড় হবার। সবাই ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াই।
সবাইকে রাজপথে নেমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগমান করি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে, স্বাধীনতা সার্বভোমত্ব,গনতন্ত্র,জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে ঐক্য বদ্ধ ভাবে। এসময় তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য উপস্থিত সবাইকে দোয়া করতে বলেন।
সভার সভাপতি উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম বলেন আমরা প্রতিটি ইউনিয়নে কর্মী সভার মাধ্যমে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছি, আগামী আন্দোলন সংগ্রামে যুবদল সংঘবদ্ধ ভাবে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে,তাহিরপুর যুবদল হবে আন্দোলনের প্রথম হাতিয়ার, আমরা তৃনমুলে ত্যাগী কর্মীদের মুল্যায়ন করার চেষ্টা করবো।