কাপাসিয়ায় নৌকা ডুবি ; ২৭ ঘণ্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার
কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর আকলিমা আক্তার (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আকলিমা আক্তার উপজেলা দূর্গাপুর ইউনিয়নের বাড়ইগাও গ্রামের মৃত আয়েস আলীর স্ত্রী। সে তিন সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানাযায়, আকলিমা আত্মীয়র বাড়িতে বেড়ানোর জন্য পার্শ্ববর্তী জেলা নরসিংদীর লাখপুরে যাওয়ার পথে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন আরো সাত জন যাত্রীর সাথে নৌকা দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় মাঝপথে নারায়ণগঞ্জ থেকে আসা অবৈধ বালুবাহী ট্রলারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ রয়ে যায় আকলিমা নামের এক নারী।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার অভিযান অব্যাহত রাখলে বুধবার বিকালে তারাগঞ্জ বাজার সংলগ্ন নদী থেকে অবশেষে ২৭ ঘণ্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।