মিরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত।
নিজস্ব সংবাদদাতা:
মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাহাড় ও প্রকৃতির মাঝে নির্মল আনন্দ এবং সুরের মূর্ছনায় বসন্ত উৎসব পালিত হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী মিরসরাই মহামায়া লেকে নৌকা ভ্রমণ, গান, আবৃত্তি, আড্ডা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বনভোজন ও বসন্ত উৎসব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ভজন চন্দ্র ঘোষ।
উক্ত বনভোজন এবং বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মাহবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, সিনিয়র সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজু কুমার দে, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক দিদারুল আলম, সদস্য সানোয়ারুল ইসলাম রনি, তুষারসহ সংবাদকর্মী , জুয়েল নাগ, রবি করিম,কমল পাটোয়ারী, এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের পর সঙ্গীতানুষ্ঠান এবং চা চক্রের মাধ্যমে বনভোজন বসন্ত উৎসব সম্পন্ন হয়।