গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মোতাহার হোসেন।
স্টাফ রিপোর্ট: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহার হোসেন।
চেয়ারম্যান পদায়ন না হওয়া পর্যন্ত তিনি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে দায়িত্ব পালন করবেন।
মো. মোতাহার হোসেন বৃহসস্পতিবার জানান, গত ১৫ মার্চ থেকে অতিরিক্ত এই দায়িত্ব পালন করার জন্য আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য. ২০২০ সালের ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তিনি অবসর গ্রহণ করায় একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহার হোসেনকে এই পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।