মোঃ রিফাতঃ
বন্ধু মানে শুধু মজা করা অথবা আড্ডা করা নয়, বন্ধু মানে একে অপরের খুশিতে খুশি হওয়া, একে অপরের দুঃখে পাশে দাঁড়ানো, আবার একে অপরের স্বপ্ন পূরণের রাস্তায় সঙ্গী হয়ে ওঠা। বন্ধুদের স্থান আমাদের জীবনে পরিবারের ঠিক পরেই আসে। আমাদের জীবনে বন্ধুদের গুরুত্ব ঠিক কতটা সেটা বলে বোঝানো সম্ভব নয়।
আর আমাদের বন্ধুত্বটা হয় ফেসবুকে। ফেসবুকে অনেক দিন কথা বলার পরে হঠাত করে আমি বলি যে আমরা কী ফ্রেন্ড হতে পারি ও একটু ভেবে চিন্তা করে আমাকে বলেছিল ওকে। আমাদের বন্ধুত্ব হওয়ার ১ বছর পরে ওর সাথে আমার দেখা হয়। আমাদের বন্ধুত্বটি হয় ০২ এপ্রিল ২০১৮সালে। আমাদের এই বন্ধুত্বের পেছনে অনেক শত্রু ছিল, আমাদের আলাদা করার জন্য, কিন্তু করতে পারেনি কারন আমাদের বন্ধুত্ব টা যে সত্যিকারের বন্ধুত্ব,অনেক বাঁধা-বিপত্তি পারি দিয়ে আজকে আমাদের বন্ধুত্বের ৪বছর পূর্ণ হয়েছে।
আসলে জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়। সেই বিশ্বাসী সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে বন্ধুত্বের আসনে বসিয়ে তাকে বন্ধু বলা যায়। বন্ধু হতে পারে এক থেকে একাধিক। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধুত্ব।
ইতি আমার প্রিয় বন্ধু,
” ফৌজিয়া আলমগির সুমাইয়া। “