সাতক্ষীরার কলারোয়ায় আলোচিত সেজুতি হত্যার ঘটনায় মামলা দায়ের, আব্দুর রহমান আটক।
আব্দুর রহিম/সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
আলোচিত কলারোয়ার সেজুতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত সেজুতির মা বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন সোমবার। কলারোয়ার জালালাবাদ গ্রামের রহমানকে আসামি করা হয়েছে।
কলারোয়া থানার ওসি নাছির উদ্দীন মৃধা এ প্রতিনিধি কে জানান, সেজুতি হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। র্যাব সদস্য(সাতক্ষীরা টিম) রহমানকে আটক করেছে।