২৫ শে মার্চ গনহত্যা দিবসে তাহিরপুরে আলোচনা সভা।
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
২৫শে মার্চ গনহত্যা দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মো রায়হান কবিরের সভাপতিত্বে ও প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার,প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব রহমান,
উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,বালিকা উচ্চ বিদ্যালয়ন এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,
উপজেলা আ,লীগের সদস্য সেলিম আখঞ্জি,কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান,যুবলীগ নেতা আবুল কাশেম,তাহিরপুর সদর ইউনিয়নের সদস্য তোজাম্মিল হক নাছরুম প্রমুখ।