সরাইলে মাদক বিরোধী পৃথক অভিযানে ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আব্দুল আওয়াল খান/সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজা এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন দিকনির্দেশনা এসআই(নিরস্ত্র)/মোঃ মিজানুর রহমান, এসআই(নিরস্ত্র)/মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র)/রুবেল আখন ও সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ২৪/০৩/২০২২খ্রিঃ তারিখ ১৫.১৫ ঘটিকার সময় সরাইল থানাধীন শাহবাজপুর নেয়ামত উল্লাহ পাড়াস্থ বড় মৌলভিপাড়া গামী সড়কের ব্রীজের উপর ও সরাইল থানাধীন উচালিয়াপাড়া সাকিনস্থ জনৈক সেলিম আজাদ এর ভাড়াটিয়া জুয়েল মিয়া এর পাকের ঘর সাকিন হইতে আসামী ১.মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ শাহ নেওয়াজ প্রকাশ শানু ,গ্রাম- শাহবাজপুর (বড় মৌলভী পাড়া লস্কর বাড়ি) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া
২. মোঃ নাজির মিয়া(২৭), পিতা-মৃত ফুল মিয়া ,স্থায়ী: গ্রাম- সৈয়দটুলা (নোয়াহাটি) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, এবং তাহার নিকট হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অপর দিকে এসআই(নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ)/রুবেল আখন, এএসআই(নিরস্ত্র)/সনেট সিকদার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ২৪/০৩/২০২২খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকার সময় সরাইল থানাধীন শাহজাদাপুর ইউপিস্থ মলাইশ উত্তরপাড়া সাকিনস্থ ধৃত আসামী অমৃত রবি দাশের বসতবাড়ির রান্না ঘরের পিছনে খোলা জায়গায় হইতে আসামী অমৃত রবি দাশ(৫৫), পিতা-মৃত রাজ মোহন রবি দাস, সাং- মলাইশ(উত্তর পাড়), থানা- সরাইর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর বসত ঘর হইতে ১০০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।