Oদ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীপদে যোগী।
মাসুদূর রহমান:
প্রথমবার মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ বসলেন যোগী আদিত্যনাথ। ২০০৭ সালে মুলায়ম সিংহ যাদবের পর মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যোগী। অখিলেশ যাদব এবং মায়াবতী বিধান পরিষদে ছিলেন। প্রথম দফায় যোগী নিজেও বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হন।এ দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির কুলপতি মুলায়ম সিংহ যাদব, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকেও আমন্ত্রণ জানিয়েছেন যোগী। বিজেপি-র প্রবীণতমা কার্যকর্তা ১৯৮ বছর বয়সি নারায়ণ ওরফে ভুলাই ভাইকেও দেখা যাবে অনুষ্ঠানে। ১৯৭৪ সালে জন সঙ্ঘ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।এ ছাড়াও যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ৬০ হাজারের বেশি বিজেপি কর্মী এবং সমর্থক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে পৌরহিত্য করবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ডেপুটি বা উপ মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা খোলসা করা হয়নি।