বিনোদন প্রতিনিধি- সুদীপ দেবনাথ (রিমন রেন সূর্য) টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার’স এসোসিয়েশন অব বাংলাদেশ”এর নির্বাচনে বিজয়ী হয়েছেন (টেলিপ্যাব) সভাপতি মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসীর। টেলিপ্যাবের ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু হয়। ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলে।
বাকি পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে । মনোয়ার পাঠান ও সাজু মুনতাসীরের প্যানেল থেকে ২৭ জনের মধ্যে ২৩ জন জয়ী হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতগন হলেন- সহ-সভাপতি-(১)কাজী রিয়াজ হোসেন নয়ন, সহ-সভাপতি-(২) মাহবুবা শাহরীন মিতু, সহ-সভাপতি-(৩) কাজী সাইফুল ইসলাম।-যুগ্ন সাধারণ সম্পাদক-(১)রেজাউল হক রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক-(২) শহিদ আলমগীর। সাংগঠনিক সম্পাদক পদে মীর ফখরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক-কে সি পাল,দপ্তর সম্পাদক- নাহিদ নিয়াজী রিপন, প্রচার সম্পাদক-সানজিদ খান প্রিন্স, ক্রীড়া সম্পাদক- জাকির খান, আন্তর্জাতিক সম্পাদক- রেজাউল করিম সজল, সমাজ কল্যান সম্পাদক – সায়েম মিয়া, আর্কাইভ সম্পাদক – মাসুদ করিম সুজন, আইন সম্পাদক- ওলোরা আফরিন রসনা, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিতগন হলেন- (১) জিনাত হাকিম, (২) শেখ রুনা, (৩) বাবুল আহমেদ, (৪) আনসারুল লিঙ্কন, (৫) কামাল খান, (৬) সোহেল আরমান, (৭) কাজী রিটন, (৮) আইনুল হক আদিল, (৯) সঞ্জয় রাজ, (১০) মনির পারভেজ। মনোয়ার পাঠান ও মুনতাসির সাজুর প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন – ২২ জন।
এবং রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দুদুলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৫ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক “নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন। আর পরাজিত সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা”। “নির্বাচিত ও পরাজিত আমরাতো আমরাই। আমরা সবাই ভাই ভাই
সংগঠনের স্বার্থে মিলেমিশে থাকতে চাই।
সবার জন্য শুভকামনা রইলো।