বিশেষ প্রতিনিধিঃ
২০১৯ সালে পরিচালক টড ফিলিপসের নির্মিত বিশ্ববিখ্যাত জোকার সিনেমাটি দেখেনি বা এর নাম শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। এই সিনেমাটিতে জোকার চরিত্রে অভিনয় করেন বিখ্যাত মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্স। দুটো ক্যাটাগরিতে অস্কার ও জিতে নিয়েছে এই চলচ্চিত্রটি। এবার সেই বিশ্ববিখ্যাত সিনেমাটির জোকার চরিত্রের পুনঃ জন্ম দিলেন বাংলাদেশি উদীয়মান তারকা অভিনেতা শেখ জিসান আহমেদ।
শেখ জিসান আহমেদ বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করছেন। তিনি এর আগে আগামীর তারকা নামে একটি রিয়েলিটি – শো তে দুর্দান্ত অভিনয় করার মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। এরপর মৌলিক কাজের পাশাপাশি একের পর এক জনপ্রিয় নাটক ও সিনেমার রিমেক করে নিজের জাত এবং সক্ষমতা প্রতিনিয়ত চিনিয়ে যাচ্ছেন।তাই আশা করাই যায় সবার প্রিয় এবং বিখ্যাত জোকার চরিত্র নিয়ে জিসান এবার দারুন কিছু করতে যাচ্ছে।
অনেক ভালো করে এক্ট টা করেছে ভাইয়া। কিন্তু সে পরিমানে রিচ পায়নি, কিন্ত অনেক ভালো একটা অভিনয় করেছে