দক্ষিন মাটিতে সিরিজ জয় করে ইতিহাস তৈরি করল বাংলাদেশ।
কওনক আহম্মেদ উৎসঃ
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদান্ত নেয় সাউথ আফ্রিকা।
তাসকিন আহমেদ এর দূর্দান্ত বোলিংয়ে দক্ষিন আফ্রিকাকে মাত্র ১৫৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।বাংলাদেশ ব্যাট করতে নেমে দুই ওপেনার দূর্দান্ত ব্যাটিং শুরু করে।
ম্যাচের শেষের দিকে ৪৮ রান করে লিটন দাস আউট জয়ে যান। এবং তামিম ইকবাল ৮২ বলে ৮৭ রানের একটি ইনিংস খেলেন।অল্পের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেননি, কারন বাংলাদেশ তার আগেই জিতে যায়।
ম্যাচ জয় পেতে বাংলাদেশ মাত্র ২৬ ওভার ৩ বল খরচ করেন।
এই ম্যাচে তাসকিন আহমেদ ৫উইকেট নেন এবং ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ হন।এর আগে ভারতের বিপক্ষে ২০১৪ সালে ঘরের মাটিতে ১ম ৫ উইকেট নেন তিনি।
স্কোর:
দক্ষিন আফ্রিকা-১৫৪, ওভার:৩৭
বাংলাদেশ-১৫৬/১, ওভার:২৬.৩