সরাইলে মাদক সেবনের দায়ে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড।
আব্দুল আওয়াল খান সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এক্সিকিউট ম্যাজিস্ট্রট।
থানা সূত্রে জানা গেছে, গোপণ তথ্যের ভিত্তিতে সরাইল থানার এসআই(নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গতকাল সোমবার রাতে সরাইল উপজেলা সদর ইউনিয়ন আলীনগর গ্রামে মাদক সেবনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে আলীনগর গ্রামের মৃত আছন আলী ছেলে সাজিদ মিয়া (৩৬), মৃত মিছির আলীর ছেলে জিয়াকে(৪১) গ্রেফতার করেন।
এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রট মোঃ আরিফুল ইসলাম মৃদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকৃতদের প্রত্যেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান,দন্ডিতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।