পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।
স্বপ্না আক্তার/নীলফামারী:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারী পুলিশ স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে আয়োজন করা হয় ছড়া, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, হাম, নাতসহ বিভিন্ন প্রতিযোগিতার। পরে শ্রেষ্ঠ প্রতিযোগিদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।
মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপসচিব বীরমুক্তিযোদ্ধা একে এম আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, বেবী , নার্সারির শিক্ষার্থীদের খেলনার উপকরণের মাধ্যমে পাঠদান করা হবে। যাতে করে তারা শিক্ষার প্রতি ঝুঁকে পড়ে। আর আজকের এই আয়োজন শিক্ষার্থীদের হৃদয়ে লিপিবদ্ধ করা জন্য। যাতে তারা দেশের স্বাধীনতার বার্তাটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে।