কাপাসিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাজীপুরের কাপাসিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তৎকালীন ইসলামিক একাডেমিকে দেশ স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন আঙ্গিকে ১৯৭৫ সালের ২২শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। দিনটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন-কাপাসিয়া উপজেলা কার্যালয় কোরআন খতম ও দোয়া, রেলি, আলোচনা সভা এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের আয়োজন করেন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা কুরআন খতমে অংশ নেন। কোরআন খতম শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন টোক ইউনিয়নের মডেল শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহাব উদ্দিন।
এরপর ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক এবং সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল রেলিতে উপজেলা নির্বাহী অফিসার যোগ দেন।
দুপুরে উপজেলা কমপ্লেক্সের হলরুমে মডেল কেয়ারটেকার মো.আলী হোসেনের পরিচালনায় এবং ফিল্ড সুপারভাইজার বেনজীর আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আমানত হোসেন খান,উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত কাপাসিয়ার ৩৫১ কেন্দ্রের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কোরআন শরীফ পুরস্কার হিসেবে প্রদান করেন।