Sonam Kapoor: মা হতে চলেছেন বলি অভিনেত্রী সোনম কাপুর।
মাসুদূর রহমান:
হোলির রঙের আবহে সুখবর দিলেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিলেন অভিনেত্রী। জানালেন, চলতি বছরেই তাঁর ও আনন্দ আহুজার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
এদিন অভিনেত্রী বেবি বাম্পের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। আলতো হাতে স্পর্শ করে আছেন বেবি বাম্প। ছবির ক্যাপশনে সোনম লিখেছেন, ‘এই চার হাত চেষ্টা করবে তোমাকে ভাল মানুষ করে তোলার। এই দুটি হৃদয়ের হৃদস্পন্দন জীবনের প্রতিটি পদে তোমার সঙ্গে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার যা তোমাকে ভালবাসায় ভরিয়ে দেবে, তোমাকে আগলে রাখবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না।’ ক্যাপশনের সঙ্গে সোনম জানিয়েছেন ২০২২ সালের অক্টোবর মাস নাগাদ প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম। এরপরই লন্ডনে পারি দেন অভিনেত্রী। এখনও লন্ডনের নটিং হিলের বাড়িতেই রয়েছেন তিনি। ২০২১ সালে দিদি রিয়া কাপুরের বিয়ে উপলক্ষে দেশে ফিরেছিলেন সোনম। তখন বিমানবন্দরে তাঁর পেটের অংশটুকু দেখার পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটে গিয়েছিল। ঋতুচক্রের খবর ঘোষণা করে সেই জল্পনায় জল ঢেলেছিলেন অভিনেত্রী। অবশেষে নতুন সদস্যের আগমনের খবর শেয়ার করলেন তিনি।