ফাইল ফটো.
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজারের মহেশখালীতে ১৩৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়ায় হয় বলে উদ্ধার রোহিঙ্গারা জানান।
সোমবার ২১ মার্চ দুপুরে দ্বীপ উপজেলা মহেশখালী সোনাদিয়া থেকে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জানা গেছে, দালালের সহযোগিতায় তার ইঞ্জিন বোটে করে মালেশিয়া যাচ্ছি বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে তোলে দালালচক্র। এরপর তাদের মালয়েশিয়ায় পৌঁছে গেছে বলে ট্রলার থেকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্যারাবনে নামিয়ে দেয় দালালচক্র।
আরও জানা যায়, পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাদিয়া প্যারাবন থেকে তাদের উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা উখিয়া কুতুপালং ও টেকনাফে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মহেশখালী থানা নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তাদের স্ব-স্ব আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।