লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
আসন্ন রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুর পৌরসভায়ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভূর্তকী মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। লক্ষ্মীপুর পৌরসভার সার্বিক তত্বাবধানে আজ (২০/০৩/২০২২) সকালে লক্ষ্মীপুর শহরস্থ রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে পৌর মেয়রের বাসভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম,লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল,সম্মিলিত সাংস্কৃতিক জোট লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রয়ের তথ্য পৌঁছে দিতে,টিসিবি পণ্য ক্রয়ে তাঁদেরকে উৎসাহী করতে এবং টিসিবি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অবলম্বন নিশ্চিত করার লক্ষ্যেই লক্ষ্মীপুর পৌরসভা এবার আনুষ্ঠানিকভাবে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের উদ্যোগ নেয়