নোবিপ্রবিতে ‘ক্যারিয়ার ইন হসপিটালিটি’ শীর্ষক ওয়েবিনার অনুুষ্ঠিত।
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রি ইনসাইটস : ক্যারিয়ার ইন হসপিটালিটি’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়টির ট্যুরিজম ক্লাব ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের
বিভাগের শিক্ষার্থী আতাহার সিফাতের সঞ্চালনায় ও একই বিভাগের শিক্ষার্থী মো. ইমরান হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’র ফুড এন্ড ব্যাভারেজ ম্যানেজার হুমায়ুন কবির এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর হিউম্যান রিসোর্সেস অফিসার সিনথিয়া ইসলাম।
ওয়েবিনারে বক্তারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও বিভিন্ন কাজে পারদর্শী হওয়ার পরামর্শও দেন তারা।