টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন,কমমূল্যে পন্য পেয়ে খুশী অসহায় মানুষ।
নাজিম উদ্দিন রানাঃ
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে প্রায় ১ লাখ ১৫ হাজার নিম্নআয়ের কার্ডধারী পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী দেয়া শুরু হচ্ছে। এ উপলক্ষে রোববার সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইয়ার বাসভবনের সামনে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এসময় পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইঁয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর-এ আলম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন প্রমুখ।
শুরুতে টিসিবির পণ্য নিতে আসা কার্ডধারীরা দীর্ঘলাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন। সকাল থেকে টিসিবি পণ্য নিতে সাধারণ মানুষ ভিড় করছেন। একই নিয়মে জেলার ৫টি উপজেলার বিভিন্ন স্থানে টিসিবি পণ্য নিচ্ছে অসহায় সাধারন মানুষ। কমমূল্যে টিসিবি পণ্য ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ।
টিসিবি পণ্য নিতে আসা লক্ষ্মীপুর ৬নং ওয়ার্ডের মাসুম ও পারুল বেগম জানান, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে দিনমজুর অসহায় মানুষ কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে। রমজানের আগে কমমূল্যে পন্য পেয়ে খুশী অসহায় মানুষ।